বাঁশখালীতে ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ৭ টি পরিবারের মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাঁশখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে বাংলাদেশ পুলিশ বিভাগে পিবিআই কর্মরত ওসি ফিরোজ উদ্দিনের পিতা মাস্টার আবদুল খালেক, মৌলানা আব্দুল মালেক, এডভোকেট মুরাদুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবদুর রাজ্জাক, মোস্তফা আলী, আবদুল বারীর ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আগুন নেভাতে চেষ্টা করে এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অপরদিকে বুধবার রাতে শেখেরখীল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকবর আলী মহুরী পাড়ায় বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, বৃহস্পতিবার সকালে গন্ডামারায় অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে রওনা হই। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দ্রুত যাওয়া সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌছে আমরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বিএনপি প্রার্থীর মতবিনিময়
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের গাছুয়ায় পরামর্শ সভা