রাঙামাটিতে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদ্রাসা

জেলা পরিষদের অর্থায়ন

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সদর উপজেলাধীন নিউ রাঙামাটি মাদ্রাসা ও জামে মসজিদ নির্মিত হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের রিজার্ভবাজারে নিউ রাঙামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। খবর বাসসের।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, পৌর আওয়ামী লীগের সাধারষ সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু প্রমুখ। এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরক সকল সমপ্রদায়ের মধ্যে সমপ্রীতি গড়ে তোলার পাশাপাশি সমভাবে প্রত্যেক সমপ্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নিউ রাঙামাটি মাদ্রাসা ও জামে মসজিদের কাজ বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকেরানীগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন, আরো ১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের