রাঙামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে রাঙামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাঙামাটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএমইটি অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) নাফরিজা শ্যামা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান। প্রধান অতিথি নাফরিজা শ্যামা বলেন, পারিবারিক, সামাজিক ও দেশের উন্নয়নে দক্ষ জন শক্তির বিকল্প নেই। বর্তমান সরকার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে বিদেশগামীদের প্রতি আহ্বান জানান তিনি। কারিগরি শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকেরা ব্যস্ত। তবে দিন পাল্টেছে। এখন শুধু শিক্ষিত হলেই চলবে না, কর্মক্ষেত্রে সফলতা পেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগরি শিক্ষায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৮ ঘণ্টায় ১০ তলা বাড়ি!
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ফের প্রবাসীর বসতঘরে ডাকাতি