লোহাগাড়ায় ফের প্রবাসীর বসতঘরে ডাকাতি

আজাদী প্রতিনিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ফের প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ২টার দিকে কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান ৫নং ওয়ার্ডের হাছান আলী মিয়াজী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবুল কাশেম (৫৫) ওই এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে ও আগ্রাবাদ সিএন্ডবি কলোনি জামে মসজিদের খতীব। তিনি একই এলাকার মৃত আলী আহমদের ছেলে প্রবাসী আবদুস শুক্কুরের বসতঘরে ভাড়ায় থাকেন। কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, নতুন বাড়ি নির্মাণ করার জন্য পরিবারের সদস্যরা শহর থেকে গ্রামে চলে আসেন। সেখানে নির্মিতব্য বাড়ি সন্নিহিত প্রবাসী আবদুস শুক্কুরের বসতঘরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে ডাকাতদলের একজন বসতঘর সন্নিহিত কাঁঠাল গাছ বেয়ে ছাদে উঠে ও সিঁড়িঘরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বসতঘরের মেইন দরজা খুলে প্রায় ১২ জনের সশস্ত্র ডাকাতদল ঘরের ভেতর প্রবেশ করে। পরিবারের সকলকে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৮ হাজার টাকা, ২টি মোবাইলসেট ও মূল্যবান ইলেকট্রনিঙ সামগ্রী নিয়ে যায়। তছনছ করে পেলে বসতঘরের আসবাবপত্র। ডাকাতদলের অনেকে মুখোশ পরিহিত ছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ডাকাতির ঘটনার ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার
পরবর্তী নিবন্ধদলীয় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন চায় ইসলামী ফ্রন্ট