রাঙামাটির রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ গতকাল সোমবার রাত ১২টায় উথোয়াইচিং মারমা নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পার্বত্য চট্টগ্রাম জনসহংতি সমিতি (সন্তু) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন।
আটককৃত উথোয়াইচিং মারমা রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়ার মৃত ফুথইচিং মারমার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে কালেক্টর হিসেবে রাজস্থলীর বিভিন্ন জায়গা থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, আজ মঙ্গলবার (৪ মে) বিকাল ৪টায় আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।