রাঙামাটি ও মাটিরাঙা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আকবর হোসন চৌধুরী ও শামছুল হক। গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকের পর মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
রাঙামাটি প্রতিনিধি জানান, আকবর হোসন চৌধুরী রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র। তাকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, শামছুল হক মাটিরাঙা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনে অংশ নেবেন তারা।