রাঙামাটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী

পৌরসভা নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ১১:০৭ অপরাহ্ণ

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন আকবর হোসেন চৌধুরী। আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন
বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আকবর হোসেন
চৌধুরী।
এদিকে, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল আকবর হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, ১৯ জানুয়ারি বাছাই আর ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বর্তমান মেয়র খোকার হাতেই নৌকার টিকেট
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জোবায়ের