রাঙামাটির রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার রাত ১২ টায় একটি অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ উথোয়াইচিং মারমা নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি জেএসএস ( সন্তু) এর সক্রিয় সদস্য । উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদুপাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে । তিনি দীর্ঘদিন যাবত কালেক্টর হিসেবে রাজস্থলীর বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করে আসছিল। এ বিষয়ে রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান জানান, গতকাল বিকেল ৪ টায় আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।