রাগ চুরির অভিযোগ

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

হাসপাতালের বিছানায় দিন কাটছে কবীর সুমনের। এমন সময়ে তার নিজের তৈরি একটি রাগ চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই কিংবদন্তি। খবর বাংলানিউজের।
কবীর সুমন অভিযোগ করেন, বছরখানেক আগে সুভদ্রকল্যাণ রাণা নামের এক ব্যক্তি তার তৈরি ‘আহীর বৈরাগী’ বাজাতে চাওয়ার অনুমতি চাইলে, তিনি তাকে অনুমতি দেন। তখন ওই ব্যক্তি রাগটি তবলায় সুমনকে বাজিয়েও শোনান। কিন্তু এখন সুমনের তৈরি রাগটি তিনি নিজের সৃষ্টি বলে সব জায়গায় প্রচার করছেন।
বিষয়টির বর্ণনা দিয়ে ফেসবুকে কবীর সুমন লেখেন, বছরখানেক আগে আমি ‘আহীর বৈরাগী’ নামের একটি রাগ তৈরি করে ফেসবুকে সেই রাগের কথা জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করে জানান, তিনি ঐ রাগটি বাজাতে চান। তার সঙ্গে আমার কথা হয়। তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন যে ঐ রাগটি তারই সৃষ্টি! সেসঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন। এমন ঘটনা তার চেয়ে নামী বঙ্গ সন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়ত।

পূর্ববর্তী নিবন্ধফিরলেন কাজল
পরবর্তী নিবন্ধকাজী শুভর ‘সাধের বৃন্দাবন’