রাউজান-রাঙামাটি চারলেন সড়কের যানজটপূর্ণ চারটি স্পটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাতকালে এই দাবি জানান। এই দুই জনপ্রতিনিধি মন্ত্রীকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মাধ্যমে উপজেলা ও পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহ তুলে ধরেন। এই উপজেলা এখন গ্রিন, পিংক, ক্লিন উপশহর হিসাবে পরিচিতি পাচ্ছে। পৌর মেয়র তার প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন উপশহর গড়তে প্রতিদিন টোকাই ও গরীর জনগোষ্ঠীর কাছ থেকে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্য কিনে নিচ্ছে নগদ টাকায়। এতে উপকৃত হচ্ছে গরীর জনগোষ্ঠীও।
গতকাল সোমবার দুই জনপ্রতিনিধি মন্ত্রীর সাথে দেখা করে সড়ক পথের রাউজান অংশের চারটি যানজটপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের গুরুত্বের কথা তুলে ধরেন। মন্ত্রীকে জানানো হয় রাঙামটি সড়ক পথে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। চার লেন সড়কে গাড়ি চলাচল শুরু হলে গাড়ির গতি ও চাপ বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে গহিরা চৌমুহনী, মুন্সিরঘাটা, জলিল নগর ও চারা বটতল এলাকার মত যানজটপূর্ণ স্থানে সড়ক পারাপার করতে হবে ঘটনার ঝুঁকি নিয়ে। বিশেষ করে সড়ক পথের স্কুল কলেজের শিক্ষার্থী ও নারী শিশুদের ঝুঁকি অধিক হারে বেড়ে যাবে। দুই জনপ্রতিনিধি মন্ত্রীকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে চারটি ফুটওভার ব্রিজ প্রকল্প অনুমোদন করার অনুরোধ জানান। মন্ত্রী তাদের কথা গুরুত্বের সাথে শুনে বিষয়টি দেখবেন বলে আস্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি।