রাউজান পৌরসভার ১০৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ২০২৩২৪ অর্থ বছরে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভার্চ্যুয়ালী যোগ দিয়ে বাজেট অধিবেশনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি তার বক্তব্যে বলেন ঘোষিত বাজেট বাস্তবায়নের পৌরসভাকে সব ধরণের সহায়তা দেয়া হবে। প্রথম শ্রেণির এই পৌরসভা হবে পরিবেশ বান্ধব, আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ সেরা পৌরসভা। পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন ঘোষিত বাজেটকে নাগরিকদের কল্যাণ, জলবায়ুর অশুভ প্রভাব মোকাবেলা ও ডেল্টা প্লান্ট বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। বাজেটে নাগরিক সুবিধা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ বান্ধব নগরায়নের দিকে গুরুত্ব দেয়া হয়েছে। তিনি জানান প্রথম শ্রেণির এই পৌরসভা ইউজিআইপি৪ প্রকল্পে অন্তর্ভূক্ত হয়েছে। এ প্রকল্পের প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় রাউজান পৌরসভা একটি ডেল্টা প্ল্যান চুক্তি স্বাক্ষর করেছি। খুব শীঘ্রই পৌর এলাকার মানুষ এই প্রকল্পের সুফল ভোগ করবে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, আজাদ হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, হিসাব রক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ সহকারী প্রকৌশলী মো. রাকিব উদ্দিন, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শত বছরের আশুরা মেলা