রাউজান পৌরসভার উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের লক্ষ্যে পৌর ভিশনিং অনুষ্ঠানে পৌরসভা মেয়র সভাপতির বক্তব্যে বলেন রাউজানে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় পৌরসভা এখন থেকে একটি মডেল উপশহরের দিকে যাত্রা শুরু করেছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনকায়ন,পরিবেশ সুরক্ষা ও শিশুদের বিনোদন পার্কসহ নাগরিকদের সেবায় বহুমুখি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
তিনি বলেন এবার পৌর এলাকায় বর্ষার জলাবদ্ধতা আগের চাইতে কমে গেছে।
আগামী বছর থেকে আর বর্ষার পানি কোনো এলাকায় পানি জমে থাকতে দেখা যাবে না।
গত রোববার পৌর মিলায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পরামর্শক হাফিজুর রহমান, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, এ্যাডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী, শওকত হোসেন, ব্যাবসায়ী নুরুল আলম, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুনেছা, কলেজ শিক্ষক রেহানা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আরফানুল ইসলাম।











