রাউজান ও সীতাকুণ্ডে দুই নারীর লাশ উদ্ধার

রাউজান ও সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড়তলী ও সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাউজান প্রতিনিধি জানান, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়ায় খালে পড়ে ফাতেমা আকতার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী মৃগি রোগী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি রোববার সন্ধ্যা থেকে নিখোঁজে ছিলেন। গতকাল সোমবার ভোর ৬টায় বাড়ির পাশে থাকা খালে তার মৃতদেহ দেখে স্থানীয়রা উদ্ধার করে। নিহত ফাতেমা ওই এলাকার কালা মিয়ার মেয়ে। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেছেন, ওই নারী প্রতিবন্ধী ভাতাভোগী ছিল। লাশ উদ্ধার করে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ৯৯৯এ ফোন পেয়ে সেলিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সেবা পেট্রোল পাম্পের পশ্চিমে আবুল খায়ের মাস্টারের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার রিকশাচালক মো. আরিফের স্ত্রী। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

ওই গৃহবধূর স্বামী রিকশাচালক মো. আরিফ বলেন, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে বেশ কয়েকবার টাকা তুলে স্ত্রীর চিকিৎসা করেছিলাম। কিন্তু তার মানসিক সমস্যা ভালো হয়নি। তার মানসিক সমস্যা যখন তীব্রতর হতো, তখন সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো, প্রায় সময় কাউকে না বলে ঘর থেকে বেরিয়ে যেত। গত রোববার সকালে বৃষ্টির সময় পরিবারের সদস্যদের অলক্ষে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। দুপুরে পর এলাকার লোকজন তাকে রাস্তা থেকে ধরে বাড়িতে এনে দিয়েছে। রাতে খাবারের পর ঘুমিয়ে যাই। রাত একটা সময় হঠাৎ ঘুম ভাঙলে দেখি ঘরে স্ত্রী নেই। এ সময় পরিবারের সদস্যরাসহ তাকে বাড়ির আশেপাশে খুঁজতে থাকি। দীর্ঘক্ষণ খোঁজার পরও তাকে না পেয়ে ভোররাতে পৌরসদরের মধ্যম মহাদেবপুর এলাকায় শ্বশুর বাড়িতে খুঁজতে যাই। কিন্তু সেখানেও তাকে খুঁজে পাইনি। পরে এলাকাবাসীর মাধ্যমে সেবা পেট্রোল পাম্প সংলগ্ন পুকুরে তার স্ত্রীর মরদেহ ভাসার খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল জানান, গৃহবধূ সেলিনা মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য তিনি এলাকাবাসীর কাছ থেকে বেশ কয়েকবার সহায়তা তুলে দিয়েছিলেন। কিন্তু তারপরও তার মানসিক সমস্যার কোনো পরিবর্তন হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ৯৯৯ এর ফোনের মাধ্যমে পুকুরের পানিতে নারীর মরদেহ ভাসছে বলে খবর পান। পুলিশ গিয়ে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তার পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যমন্ত্রী হিসাব করে দেখালেন, দেশে খাদ্য ঘাটতি নেই
পরবর্তী নিবন্ধসিক্স মার্ডার মামলার আসামি রোহিঙ্গা লালু গ্রেপ্তার