শারদীয় দুর্গাপূজা ও মহোৎসব উদযাপন উপলক্ষে দক্ষিণ রাউজান উদয়ন দুর্গা মন্দির প্রাঙ্গণে গত ১লা আগস্ট উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্যর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্তের সঞ্চালনায় শারদীয় দুর্গাপূজা ও মহোৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সুজন দাশকে সভাপতি, প্রদীপ দে’কে সাধারণ সম্পাদক, অনুপম দাশ অর্থ সম্পাদক, সফত মিত্র রনি সাজসজ্জা সম্পাদক, কৈলাশ চক্রবর্তী কে আলোকসজ্জা সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট উদয়ন সংঘের সার্বজনীন দুর্গা পূজা ও মহোৎসব উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাম ঠাকুর সেবাশ্রম পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক কল্লোল দাশগুপ্ত ঝুমুর, সংগঠনের সহ সভাপতি ও ইউপি সদস্য সঞ্চিতা দত্ত, মাষ্টার সুভাষ বৈদ্য, নিহার বৈদ্য, বনমালী দাশ মিন্টু, সুপক দাশ মানু, স্বপন বৈদ্য, হিমাদ্রি দাশ রাজু, অসীম চৌধুরী বাসু, সুজন দাশ, প্রদীপ দে, অনুপম দাশ, বিশ্বজিত বৈদ্য, রনি মিত্র, শিমুল দাশ, শংকর চৌধুরী, উজ্জ্বল দাশ, নিলয় দেওয়ানজী, সমিরন মহাজন, রাজিব বৈদ্য, নারায়ন দত্ত, সাজু দে, বিপ্লব মিত্র, কৈলাস চক্রবর্তী প্রমুখ। পরিশেষে সভাপতি ২০২৫ দুর্গাপুজা ও মহোৎসব সুন্দরভাবে উদযাপন করায় জন্য সকলে সহযোগিতা ও উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।