রাউজানে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ অটোরিকশা আটক

রাউজান প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৫৪ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা থেকে রাউজানের উপর দিয়ে সিএনজি অটোরিক্সায় পাহাড়ি চোলাই মদ পাচারকালে স্থানীয় জনসাধারণ মোহাম্মদ সোহেল নামের এক অটোরিকশা চালককে আটক করেছে। এসময় তার অটোরিক্সার ভিতর বস্তাভর্তি ৮০ লিটার মদ জব্দ করেছে। চালক সোহেল হাটহাজারী উপজেলার মৃত বদিউর রহমানের পুত্র। গত ১৮ জুন শনিবার রাত ৯টার দিকে পাহাড়ি চোলাই মদসহ আটক করা হয় রাউজানের কদলপুর হাফেজ বজলুর রহমান সড়ক পথ থেকে।

জানা যায় অটোরিকশা ভর্তি মদ আটক করার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরীকে জানালে চেয়ারম্যান এই ঘটনা রাউজান থানাকে অবহিত করেন।

পরে থানা থেকে পুলিশ এসে মাদক পাচারকারীসহ অটোরিকশাটি থানায় নিয়ে যায়। থানার এসআই অজয় দেব শীল ঘটনা স্বীকার করে বলেন আটক অটোরিকশা চলককের নামে মাদক মামলা রুজু করে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৭০তম সভা
পরবর্তী নিবন্ধঅসমর্থ রোগীদের বাঁচাতে মানবিক সমাজকে এগিয়ে আসার আহ্বান