রাউজানে ৬ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ছয় শতাধিক কৃষক রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সুপারিশে বিনামূল্যে বীজ ও সার পেয়েছে। উপজেলা কৃষি বিভাগ করোনা প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ প্রদান করেছে। গতকাল প্রধান অতিথি হিসাবে উপজেলা চত্ত্বর থেকে এসব কৃষি উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী।

এর আগে সাংসদ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পের অধীনে বেকার যুবকদের ড্রাইভিং শিক্ষা কর্মসূচি, উপজেলা পরিষদ লাইব্রেরি, হালদার মৎস্য পোনা আহরণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল।

পূর্ববর্তী নিবন্ধআনন্দ সাংস্কৃতিক অংগন : সংগীত জগতে এনেছে ভিন্নধারা
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা মহল্লা কমিটির সাধারণ সভা