রাউজানের ঊনসত্তর পাড়ার রতন বনিক (৫০) হত্যা চেষ্টা মামলার আসামি অমিত বনিক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গত ২৮ আগস্ট ঊনসত্তর পাড়া গ্রামের রতন বনিককে ধারালো অস্ত্র নিয়ে হত্যা চেষ্টা করেছিল অমিত বনিক ও দিপু দে নামের স্থানীয় সন্ত্রাসী। ওই ঘটনায় রতন বনিক গত ৩১ আগস্ট হত্যা চেষ্টা মামলায় দুইজনকে আসামি করেছিলেন।
বাদীর অভিযোগ আসামি অমিত ধরা পড়লেও দিপু দে এখনো ঘুরে বেড়াচ্ছে, মামলা উঠিয়ে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাদী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা অজয় দেব শীল বলেছেন, রতন বনিক হত্যার চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি দিপুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।