রাউজানে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

রাউজানের বাগোয়ান ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে বিনামূল্যে চাল বিরতণ করা হয়েছে। ৮ নভেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৮০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শ্যামল দেবনাথ, জসিম উদ্দিন অভিসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য দেয়া হবে। পালাক্রমে তিনি দিচ্ছেন চালসহ খাদ্যসামগ্রী।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২৬৬ বোতল বিদেশি মদসহ দম্পতি আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডায়াবেটিস সামিট ১৩ নভেম্বর