রাউজানে স্কুলের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাণ্ড

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে পাখা, সাউন্ড সিস্টেম ভাঙচুর করেছে। খবর পেয়ে থানা পুলিশ পাঁচ পরীক্ষার্থীকে ধরে নিয়েছে। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার এই বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দেয়া বিশেষ গেঞ্জিতে কয়েকজন শিক্ষার্থী আপত্তিকর কথা লিখে অনুষ্ঠানে যোগ দেয়। দৃশ্যটি নজরে এলে অনুষ্ঠানস্থল থেকে তাদের বের করে দেন প্রধান শিক্ষক এবং গেঞ্জি পাল্টিয়ে আসতে বলেন। তারা বের হয়ে গিয়ে আর আসেনি। পরে শ্রেণিকক্ষে এসে ৪/৫টি পাখা ও সাউন্ড সিস্টেম বঙ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পাঁচ শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, থানায় নিয়ে আসা শিক্ষার্থীদের কাছ থেকে এমন ঘটনা আর না করার অঙ্গীকারে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধছয় শূন্যের ইনিংসে সংগ্রহ ১০৩ সাকিবের লড়াকু ফিফটি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সঙ্গীতের জাতীয় উৎসব ও সম্মেলন আজ