রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদ অফিসে স্থাপন করা সিসি ক্যামরা ভেঙে কম্পিউটারের মনিটর খুলে নিয়েছে অজ্ঞতনামা দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন।
কারা কী কারণে এমন কাজ করেছে তা তিনি স্পষ্ট করেননি। স্থানীয়দের ধারণা টাকাকড়ি চুরি করার উদেশ্যে হয়ত চোরের দল ইউনিয়ন পরিষদে ঢুকেছিল। কিছু না পাওয়ায় মনিটরটি নিয়ে সিসি ক্যামরাটি ভেঙে দিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে বজ্র বৃষ্টির সুযোগ নিয়ে কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।







