মিয়ানমার থেকে নিয়ে আসা নয়টি চোরাই গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:০৯ অপরাহ্ণ

মিয়ানমার থেকে নিয়ে আসা নয়টি চোরাই গরু জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি। শুক্রবার রাতভর রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর বাঘঘোনা পাহাড়ে অভিযান চালিয়ে শনিবার ভোরে এসব গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলো এখন ১১ বিজিবির ব্যাটালিয়ন সদরে রয়েছে। যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ।

বিজিবি সূত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অপর একদল সদস্যকে নিয়ে অভিযানে নামেন শ্রক্রবার রাত ১০ টায়।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ হোসেন বলেন, সীমান্তে চোরাকারবারীরা কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হলেও সীমান্ত রক্ষীরাও তাদের শায়েস্তা করতে বদ্ধ পরিকর।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধরাউজানে সিসি ক্যামরা ভেঙে ইউনিয়ন পরিষদ অফিসের মনিটর চুরি