রাউজানে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

রাউজান প্রতিনিধি  | শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেতে রাউজানে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কোনো গ্রামে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দেয়া হচ্ছে, এমন খবর শুনলে সচেতন নারী পুরুষ বিষয়টি জানাচ্ছে প্রশাসনকে। আবার কেউ বিষয়টি কানে দিচ্ছেন স্থানীয় সাংসদসহ সামাজিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে। এই সংগঠনটি সমাজের কুসংস্কার দূর করা, মাদক, ইভ টিজিং, বাল্য বিবাহসহ অপরাধমূলক কাজের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।

সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম বলেছেন, গত মঙ্গলবার রাউজানের হলদিয়া ইউনিয়নের আলীখীল গ্রামের একটি পরিবারে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেয়ার উদ্যোগ বন্ধ করা হয়েছে। এসময় ওই ছাত্রীর মাবাবাকে বাল্য বিয়ের অভিশাপ ও আইনের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, নাবালিকা ওই ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছিল পার্শ্ববর্তী ডাবুয়া ইউনিয়নের এক দুবাই প্রবাসীর সঙ্গে। বিয়ে বন্ধ হওয়ায় মেয়েটি বাল্যবিবাহের হাত থেকে আপাতত রক্ষা পেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত রাউজানের বিভিন্নস্থানে ১০টি বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের পাশে দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদ
পরবর্তী নিবন্ধধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি