রাউজানে মন্দিরে চুরি

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

রাউজানের ডাবুয়া ইউনিয়নের রামানাথ পাড়া এলাকার লোকনাথ সেবাশ্রম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী। তিনি বলেন, চোরের দল মন্দিরের দ্বিতীয় তলার মূল ফটকের চারটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মুর্তির গলায় থাকা একটি স্বর্ণের চেইন, স্বর্ণের তৈরি একটি বেলপাতা ও পূজায় ব্যবহৃত প্রায় ৩০ কেজি ওজনের কাঁশা চুরি করে নিয়ে যায়। নিচ তলার অপর একটি কক্ষের তালা ভেঙে সৌরবিদ্যুতের ব্যাটারি ও মূল্যবান জিনিসপত্রও চুরি করে নেয়।

চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবন প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক বনায়নের গাছ লুট
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস ও প্রণোদনা প্রদান