রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় দুই পক্ষে বাকবিতণ্ডা, হাতাহাতি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রাসেল আহমেদ। তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার সভাটি আয়োজন করা হয়েছিল রাউজান পৌরসদরের একটি অডিটোরিয়ামে। জানা গেছে, সভার এক পর্যায়ে কয়েকজন যুবক নিজেদের সমন্বয়ক দাবি করে সভাস্থলে প্রবেশ করেন। তারা সভায় উপস্থিত চট্টগ্রামের দুই সমন্বয়কের সাথে কথা বলতে যেতে চাইলে শুরু হয় হট্টগোল। এসময় দুই পক্ষের তর্কবিতর্কের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রাসেল আহমেদ হট্টগোলকারীদের শান্ত করার চেষ্টা করেন। এসময় বাইরে পুলিশ থাকলেও ভেতরে প্রবেশ করেনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী ঘটনা প্রসঙ্গে বলেছেন, অনুষ্ঠানের ভেতরে হট্টগোলের ঘটনা ঘটেছে। পুলিশ বাইরে ছিল। কেন কি কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ কিছু জানে না। তবে এক পক্ষ আবদুল্লাহ আল হানিফ নামের একজনসহ কয়েকজনকে ঘটনার জন্য দায়ী করে থানায় একটি অভিযোগ দিয়েছে বলে ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধকাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ‘চিঠি’ লিখলেন দীপু মনি
পরবর্তী নিবন্ধসদরঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে জখম