রাউজানে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গত এক বছরে শুধু রাউজান উপজেলায় পানিতে ডুবে মারা গেছে ৫ শিশু। খেলা করতে গিয়ে পুকুরে পড়ে বা সাঁতার না জানার কারণে এসব মৃত্যু ঘটছে। এমন প্রেক্ষাপটে রাউজান উপজেলা প্রশাসন শিশুদের সাঁতার শিখানোর উদ্যোগ নিয়েছে। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ চলবে। সাঁতার শেখাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। তার নিজের সরকারি বাসার পিছনের পুকুরে সাঁতার প্রশিক্ষণের অবকাঠামো গড়ে তোলা হয়েছে। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে এই কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান জোনায়েদ কবির।

পূর্ববর্তী নিবন্ধ‘চকরিয়ার বঙ্গবন্ধু কর্নারে এসে নতুন প্রজন্ম জানবে প্রকৃত ইতিহাস’
পরবর্তী নিবন্ধসিআইইউ মার্কেটিং ক্লাবের প্রেজেন্টেশন বিষয়ক অনুষ্ঠান