রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুরে পুকুরে ডুবে অভয় দাশ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। মারা যাওয়া শিশু ওমান প্রবাসী তপন দাশের ছেলে। স্থানীয় জনসাধারণ সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনয়া আপদ পার্লাইট পাউডার
পরবর্তী নিবন্ধপটিয়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫