পটিয়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫

পিতা-পুত্রের অবস্থা আশংকাজনক

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

পটিয়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাং সদস্যদের হামলায় ৫জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার শিকার পিতা-পুত্রকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজার পাড়া কৈয়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. রেজাউল করিম (৫৫), মো. ইয়াছিন (৪৫), ইমতিয়াজ ইয়াছিন (১৭), মোজাম্মেল (৩৮), নেজাম (৩২)। আহতদের মধ্যে মো. ইয়াছিন এবং ইমতিয়াজ ইয়াছিন রাপী সম্পর্কে পিতা-পুত্র। জানা গেছে, দীর্ঘদিন ধরে জিরি ইউনিয়নে কিশোর গ্যাংয়ের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় সময় মহড়া দিয়ে থাকে। তারা কারো জায়গার বিরোধ থাকলে সেখানে ভাড়াটিয়া হয়ে মারামারিতে লিপ্ত হয়। কিশোর গ্যাংয়ের সদস্যরা এক পক্ষের হয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় জিরি ইউনিয়নের মৃত ইসহাক সওদাগরের পুত্র মৌলানা দেলোয়ার হোসেন, মো. জামাল হোসেন, মো. কামাল উদ্দিন ও একই এলাকার ছালেহ আহমদের পুত্র মো. সেলিম, হাজী আবুল কাশেমের পুত্র আমিনুল হক, আজিজুল হক, মৃত গুরু মিয়ার পুত্র মো. কামাল, মো. জামাল ও মো. রাশেদকে বিবাদী করে আহত মো. রেজাউল করিম বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, জিরিতে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৫ বছরে বাংলাদেশকে ১২০০ কোটি ডলার দেবে এডিবি