প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাউজানের বিভিন্ন স্থানে কৃষিজমি ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, অনাবাদি জমিতে গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর পরিবার সমূহ বসতবাড়ি করতে গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়লেও ধনী ও প্রভাবশালীরা ফ্রি স্টাইলে কৃষিজমিতে মাটি ভরাট করে ভবন তৈরি করছে। এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে উপজেলার বিভিন্ন স্থানে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, পাহাড়তলীর চৌমুহনীর উত্তর পাশে ব্রিজের কাছে ২০ থেকে ৩০শতক জায়গায় কৃষিজমিতে দুটি পাকা ভবনের নির্মাণ কাজ চলছে। এখানে কাজে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছে এই ভবন তৈরি করছেন মোহাম্মদ হাসেম নামের এক প্রবাসী। তার পক্ষে ভবন তৈরির কাজ তদারকি করছেন জনৈক হাজী ইউছুপ। কৃষিজমিতে ভবন তৈরি করতে প্রশাসনের অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে মালিকের পক্ষে একজন মুঠোফোনে জানায় অনুমতি নিয়েছেন স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে। যদিও কৃষিজমিতে অবকাঠামো নির্মাণের অনুমতি দেয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই।
চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আমি কোনো ব্যক্তিকে কৃষিজমিতে ঘর করার অনুমতি দেয়নি। পাহাড়তলীর মতো কৃষিজমি ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে চিকদাইর, পূর্বগুজরা, নোয়াজিশপুর, পশ্চিমগুজরা, গহিরাসহ বিভিন্ন ইউনিয়নে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষিজমি নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এ ব্যাপারে রাউজানের সাংসদের কঠোর নির্দেশনা রয়েছে। এমন নিষেধাজ্ঞার মধ্যে কিভাবে কৃষিজমিতে পাকাঘর নির্মাণ করা হচ্ছে জানেত চাইলে ইউএনও বলেন, বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। সরকারি কাজের ব্যস্ততার মাঝে সবখানে অভিযান পরিচালনা সম্ভব হয় না।