রাউজানে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর

১০ ক্যান্সার রোগীকে নগদ টাকা প্রদান

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান কাটার যন্ত্র) তুলে দিয়েছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দুই কৃষকের হাতে মেশিন দুইটি হস্তান্তর করেন। একই দিন উপজেলা পরিষদের অপর এক অনুষ্ঠানে ১০ জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা প্রদান করেন সাংসদ।

ইউএনও জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

প্রসঙ্গত, যে কৃষি যন্ত্র দেয়া হয়েছে সেটির বাজার মূল্য ২৯ লাখ টাকা হলেও সরকারের ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া হয়েছে ১৫ লাখ টাকায়। যারা যন্ত্র দুটি নিয়েছেন তাদের মূল্য বাবদ সরকারের কোষাগারে প্রথমে জমা দিতে হয়েছে চার লাখ টাকা। বাকি টাকা দেবেন এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে। কৃষি যন্ত্র দুটি নিয়েছেন পৌর এলাকা ৬ নম্বর ওয়ার্ড ছিটিয়াপাড়ার কৃষক শাহজাহান ও ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর এলাকার কৃষক বাপ্পু দে।

পূর্ববর্তী নিবন্ধরবির ওটিটি প্ল্যাটফর্ম Binge এ আসছে নতুন ওয়েব সিরিজ ও ফিল্ম
পরবর্তী নিবন্ধ৭৮৬