রাউজানে করোনা আক্রান্তদের সহায়তায় হেল্প ডেস্ক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, রাউজানে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। এই অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কেউ বিধিনিষেধ না মানে তাদের বাধ্য করতে হবে। গত বছরের মতো এবারও করোনার সংক্রমণ রোধে কাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ প্রতি ইউনিয়ন ও পৌরসভার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারের বরাদ্দ থেকে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। মধ্যবিত্তদের যারা অর্থ সংকটে আছে তাদের খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। লকডাউনে ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে রাউজানের প্রতিটি ইউনিয়নে তালিকা করা হয়েছে শ্রমজীবী ও গরিব মানুষের। তাদের বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার পৌর ভবনে করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লাশ দাফন-কাফনের জন্য ফারাজ করিম চৌধুরী গঠিত স্বেচ্ছাসেবী টিমের সাথে সমন্বয় করে কাজ করবে গাউসিয়া কমিটি। ইতোমধ্যে শ্বাসকষ্টে থাকা মানুষের ঘরে অক্সিজেন পাঠানো হচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া করোনা আক্রান্তদের সহায়তার জন্য ৫টি মোবাইল নম্বরের মাধ্যমে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এসব নম্বরে ফোন করলে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের লাশ দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে। যাদের এসব সেবা প্রয়োজন তাদের ০১৮১৪১৬১৫৬২, ০১৮১৯৫৩৬৮৮১, ০১৮২০২৫২৫৫৯, ০১৮১৩৯৫৬৮৮৪ ও ০১৮৩৪৬১৪১৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধনাজিরহাট-কাজিরহাট সড়কে ধস