রাউজানে করাতকলে অভিযান জরিমানা

রাউজান প্রতিনিধি | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

রাউজানের বিভিন্নস্থানে অবৈধভাবে প্রতিষ্ঠিত করাত কলের বিরুদ্ধে অভিযানে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলার বিভিন্নস্থানে রয়েছে প্রায় অর্ধশত করাত কল। এখানে চালু থাকা করাত কলের মধ্যে উল্লেখযোগ্য করাত কলের বৈধতা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট উপজেলার বিভিন্নস্থানে স্থাপন করা অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। তিনি প্রথম দিনে পৌরসদরের চারাবট তল, জলিলনগর ও মুন্সিরঘাটায় কয়েকটি করাত কল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও দেখতে পান কোনোটিতে কাগজপত্র নেই, আবার কোনোটিতে মেয়াদ উত্তীর্ণ হয়েছে লাইসেন্স। এমন পরিস্থিতি দেখে তিনি ভ্রাম্যমান আদালত আইনে অবৈধ ভাবে করাত কল চালানানোর দায়ে তিনটি করাত কলকে ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে যারা চালাচ্ছেন তাদের লাইসেন্স হালনাগাদ করতে সময় বেঁধে দেন। ইউএনও আবদুস সামাদ বলেন, রাউজানের সবকটি করাত কল পরিদর্শন করা হবে। যেসব অবৈধ ভাবে চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমো. শাহাবুদ্দিন
পরবর্তী নিবন্ধমাতামুহুরী সেতুর ওপর ছিনতাই