রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে গরু চুরির হিড়িক পড়েছে। গত ১৫ দিনে অন্তত ১০টি গরু-ছাগল চুরি হয়েছে বলে এলাকাবাসী জানায়। ইউনিয়নের মেম্বার কাজী জিয়াউদ্দিন অভিযোগ করেছেন গত মঙ্গলবার রাতে তার খামারের তিনটি গরু চুরি করে নিয়েছে চোরের দল।
সংঙ্কর জাতের গরু তিনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। তিনি জানান, এর আগে এই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১০টি গরু-ছাগল চুরি হয়েছে। শেষ রাতে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে চোরের দল। এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।