আল্লামা শায়খ হযরত মোহাম্মদ আব্দুল জলীল শাহের (রহ.) ৫৭তম সালানা বার্ষিক ওরশ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ায় গত ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আনজুমানে জলিলীয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা ছৈয়দ মাওলানা সারোয়ার আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ১৪ মার্চ মোশায়েরা মাহফিল, জলিলীয়া রহমানিয়া হাফেজীয়া মাদরাসার ছাত্রদের হামদ, নাত, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ। ঐদিন বাদে এশা হতে নাতে মোস্তাফা (দঃ) মাহফিলে হামদ, নাত, মানকাবাত, মাইজভান্ডারি ও কাওয়ালি পরিবেশিত করেন শায়ের মাওলানা মুহাম্মদ ইয়াকুব কাদেরী, মাওলানা মুহাম্মদ শাহ আলম কাদেরি, মুহাম্মাদ সাকিব কাদেরি, মুহাম্মদ নাঈমুল ইসলাম কাদেরী প্রমুখ। ১৫ মার্চ খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেতাগী আস্তানা শরীফের মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী দরবার শরীফের মাওলানা ছৈয়দ আমিনুল হক আলকাদেরী, শাহজাদা ছৈয়দ মোহাম্মদ দিদারুল আজম, মাওলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ, ডা. মোকতার হোসেন, মাওলানা এফ এম বদরুল ইসলাম, এডভোকেট রেজাউল করিম বাবর, মাওলানা জাফর আহমদ মানিকী, মাওলানা সৈয়দ শামসুদ্দিন নঈমী, ডা. মোহাম্মদ ইউসূফ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটার, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আলী আকবর, মোহাম্মদ জাকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।