রাউজানের ক্রীড়াঙ্গনের সোনালী অতীত ফিরে আনা আমার লক্ষ্য : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজানের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে যা কিছু করতে হয় সবকিছু করা হবে। আমার লক্ষ্য রাউজানের ক্রীড়াঙ্গনের সোনালী অতীত ফিরে আনা। আমি চাই এই উপজেলার ছেলে মেয়েরা অতীতের মত দেশ বিদেশে খেলাধুলায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে রাউজানকে আলোকিত করুক।

গতকাল শনিবার রাউজান সরকারি আর আর এসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন গ্যালারির কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। উল্লেখ্য যে রাউজানের এই খেলার মাঠটিকে কভার স্টেডিয়ামে রূপান্তর করছেন সাংসদ। যাতে বর্ষায় গ্যালারিতে বসে কয়েক হাজার মানুষ নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন দাশ গুপ্ত, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আ. লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আলমগীর আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবৈখরী অনেক দূর এগিয়ে যেতে চায়
পরবর্তী নিবন্ধমাদ্‌রাসা শিক্ষায় বছরে ৩ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার : শিক্ষা উপমন্ত্রী