রাউজান পৌরসভার পর এবার ইউনিয়ন পর্যায়ে অপচনশীল বর্জ্য সংগ্রহ করা শুরু হয়েছে। পৌরসভার বাইরে কদলপুর ইউনিয়নে অপচনশীল আবর্জনা সংগ্রহের এই হাট বসানো হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। সম্প্রতি ইউনিয়নের কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করে কদলপুর ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ। এ সময় তিনি বলেন, পৌরসভার মতো রাউজানের প্রতিটি এলাকায় অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হবে। রাউজানের কোথাও ময়লা আবর্জনা আমি দেখতে চাই না। আধুনিক পরিচ্ছন্ন উপজেলা হতে হবে আমাদের এই উপজেলা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন। চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য কমল চক্রবর্তী ও একরাম চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, ইরফান আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, মো. রোকন উদ্দিন, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নাছিরুল হক, কাজী সিরাজুল ইসলাম মাস্টার, সাইফুল হক চৌধুরী সাবু, জসিম উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন জয়নাল, এম.এ. সালাম, বিশ্বজিৎ দে প্রমুখ।