রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

খাবার বিতরণকালে ডা. শাহাদাত

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীদের উচিত জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। তাই ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সরকার জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যেমন খুশি তেমন ভাবেই ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সমাজের হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর মানুষ আজ খুব অসহায়। ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা সালাউদ্দিন লাতু, মাহাবুল আলম রানা, মুসা আলম, নজরুল ইসলাম বাবু, সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ নওশাদ, তারেক আহমেদ, সোনা মানিক, মিন্টু, রাজু, সোহেল, আবিদ, কার্জন, আদর, ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাত ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাউজানের কোথাও ময়লা আবর্জনা দেখতে চাই না : ফজলে করিম