রমজানে সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে হবে

বিভিন্নস্থানে ইফতার ও সাহ্‌রি সামগ্রী বিতরণ

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

৩৮নং ওয়ার্ড যুবলীগ : ৩৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মেসার্স এন এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. এরশাদ আলমের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু। নগর যুবলীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা এম এ হান্নান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য সনত বড়ুয়া, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের বি ইউনিট সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর নূর, ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জহির উদ্দিন, যুবলীগ নেতা মো. শফি আলম বাদশা, মো. শাহাবুদ্দিন, মো. জসিম আমিন, নগর যুবলীগ নেতা এডভোকেট রবি সৈয়দ, মো. মিজানুর রহমান মিন্টু, মো. রুবেল, সাইফুল করিম, মো. সাজ্জাদ আলী, নগর ছাত্রলীগের সহ সম্পাদক কাইছার মো. রাজু, মো. এরশাদ আলম, মো. আব্দুল মান্নান, মো. রাজু আহমেদ, মো. জাহিদ, মো. সরওয়ার, মো. আরিফ, মো. আজিমুল ইসলাম রাব্বী, মো. সরোয়ার, মো. সাফায়েত, দেলোয়ার হোসেন টিটু, হোসেন শরীফ, আতিকুর রহমান জিতু, কবি মো. সাইফুদ্দিন আবছার, ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তার প্রমুখ।
এমইএস কলেজ ছাত্রলীগ : ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মঈনুল করিম চৌধুরীর মৃত্যুবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি সদস্য আরশেদুল আলম বাচ্চুর ব্যবস্থাপনায় ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরীর জিইসির মোড়ে ইফতার ও শরবত-খেজুর বিতরণ করা হয়েছে। এতে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরউদ্দীন বাহার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাইফুদ্দীন সান্টু আলাউদ্দীন আলো, কামরুল ইসলাম রাসেল, ইমাম উদ্দীন নয়ন, মো. সালাউদ্দিন, আজিম উদ্দিন তালুকদার, রাকিব হায়দার জুয়েল সিদ্দিকী, মিজানুর রহমান, আবু সাঈদ মুন্না, ইউছুপ আলী বিপ্লব, একে এম নাঈদ, মেহেদী হাসান মিঠু, শাহাদাত হোসেন, ফাহিম, ফোরকান বিন কামাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি আবুল হাশেম বক্কর : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি, শাসনের নামে অপশাসন চলছে। বিরোধী দলের নেতাকর্মীরা প্রতিনিয়িত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম চৌধুরী। তিনি আসলাম চৌধুরীর নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর অলংকার মোড়ে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এস এম জিয়া উল হুদার সার্বিক তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির আহবায়ক ইসহাক কাদের চৌধুরী, কামাল উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, আবদুল মোনায়েম প্রমুখ।
চাঁনমিয়া সওদাগর ও ছলিমা খাতুন ফাউন্ডেশন : নাসিরাবাদস্থ ছলিমা ভবনে মরহুম চাঁনমিয়া সওদাগর বাড়িতে হাজী ছলিমা খাতুন ও চাঁনমিয়া সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক জিয়াউর রহমান, মো. ইয়াছিন উদ্দিন মহান, ছাত্রনেতা বকিউর রহমান সোহেল, আনোয়র হোসেন, আবদুল্লা আল নোমান, কবি মো. সামাউল করিম, নিলয় দাশ, মো. আশিকুর রহমান, মো. রিফন, মো. মামুন, মো. জাহাঙ্গীর আলম, মো. ইকবাল হোসেন, মো. মোনোয়ার, মো. আলামিন রেজাউল করিম মামুন, মো. শাকিল আহম্মেদ, প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন : মাহে রমজান উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফরহাদের উদ্যোগে বৃহস্পতিবার চকবাজারের কাপাসগোলার মকবুল সওদাগর লেইনের নিজ বাসভবনে গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ রিয়াজুল করিম বিলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আফতাব উদ্দিন মাহমুদ ইমন, এস. এম নুরউদ্দীন শরীফ, মো. জাহেদুল ইসলাম, জিকু দেব নাথ, গোপাল সরকার,মামুনুর ইসলাম মামুন, মো. রুবেল, আবু সালেহ বাপ্পি, মো. জানে আলম প্রমুখ।
চিকনদন্ডী ইউনিয়ন : হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় প্রায় ২ হাজার অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর সভাপতিত্বে, সদস্য সচিব আবুল বশরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা। বক্তব্য রাখেন লায়ন, আর.কে মুহুরী, ইউপি সদস্যা ইশরাত সাহেরা, আয়েশা আক্তার, সৈয়দা মায়মুনা খাতুন, আজম খান, মো. নুর হোসেন, ইমন শীল রবিন, মো. আজিম, মো. সালাহ উদ্দিন, মো. ইব্রাহিম, মো. নুরুল আবছার, তোফায়েল আহমেদ, সামশুল করিম নয়ন, মো. জিয়াউল হাবীব, অরুপ রায়, হাকিম আলী প্রমুখ।
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : বৃহস্পতিবার সকাল ৯টায় স্থায়ী ক্যাম্পাসে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিক ও সদস্য সচিব মনোয়ারা আখতার, সদস্য সহকারি শিক্ষক তমিশ্রা সেন, শামসুনা নাহার রুবা, পিয়াংকা চৌধুরী, শিখা রাণী শিখ প্রমুখ।
সাতকানিয়া উপজেলা পরিষদ : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি উপজেলায় প্রতিটি ইউনিয়নে ব্যক্তিগত উদ্যেগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল ইসলাম, মোহাম্মদ শাহাজাহান, সালাহউদ্দিন হাসান চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, এনামুর রহমান, সেলিম উদ্দীন, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, কামাল উদ্দীন, রাশেদুল আরেফিন জিসান, মোহাম্মদ আইয়াজ, নির্ঝর বড়ুয়া জয়, সৎজিত কর, ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।
রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন এবং নগর তারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন স্পটে সেহেরী বিতরণ করা হয়েছে। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় পহেলা রমজান থেকে ৪র্থ রমজান পর্যন্ত সেহেরী বিতরণকলে উপস্থিত ছিলেন, মানবিক নেতা জাহাঙ্গীর আলম, লায়ন জাহেদুল করিম বাপ্পী, মুরাদ, জুনাইদ, আরাফাত, আজম, রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, রমজান মাসেরর প্রতি রাতে আমরা অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিব। যাতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।
তাহমিনা এন্টারপ্রাইজ : নগরীর সিইপিজেডস্থ মেসার্স তাহমিনা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সমাজসেবক মোহাম্মদ মোরশেদ আলম তাজুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১ এপ্রিল তার নিজ বাসভবনে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ডের আড়াই হাজার মানুষের মাঝে রমজানের উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান তাসলিমা আক্তার, পরিচালক ডা. মো. মোরশেদ খান, তাহমিনা চৌধুরী রিংকু, তাসকিন চৌধুরী রিম, আশরাফ উদ্দীন শাওন, তাসফিয়া চৌধুরী রিয়া, তাউসিফ আলম চৌধুরী আয়াত এবং প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মহসিন প্রমুখ। বিতরণ সামগ্রীতে ছিল- চাল, ডাল, তেল, লবণ, ছোা, চিড়া, মুড়ি, সেমাই, দুধ, আলু, পেঁয়াজ এবং শাড়ী-লুঙ্গি, থান কাপড়, পায়জামার কাপড়সহ শিশুদের তৈরি পোষাক। এসময় মোরশেদ আলম তাজু বলেন, দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর অভাব দূরীকরণের জন্য সমাজে মানবিক মানুষ থাকা বিশেষ প্রয়োজন। আমাদের এই প্রতিষ্ঠান আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশেই থাকবে।
মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ৫’শ পরিবারকে ইফতার ও সেহরি বিতরণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল দুপুরে এ উপলক্ষে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সোহাগ, ইসমাইল, কামরুল, জিকু, ইউপি সদস্য শাহাদাত হোসেন কামরুল, মো. রাশেদ, নাজমুল, শফিউল আলম, সফর আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন টিটু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন চৌধুরী আদিল এবং মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজানের প্রথম দিন ডেইলপাড়ায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, সহ সভাপতি মিজানুর রহমান, মো. সোলেমান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ রাজু, দপ্তর সম্পাদক রবিউল হোসেন রবিন, ফারহানা শারমিন রসনী, রানা হামিদ, রবিউল হাসান রনি, মিজানুর রহমান, দূর্জয় রাজদেব, সাইদুর রহমান সাইফ, হানিফ মুন্না, মুহিবুল ইসলাম আবিদ, টিপু সুলতান, কামরুল জিহাদ, যুবনেতা ইসতিয়াক আহমেদ শুভ প্রমুখ।
হাজী লেদু মিয়া ফাউন্ডেশন : কক্সবাজারের পেকুয়া উপজেলায় টইটংয়ে ইউনিয়নে হাজী লেদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র ৫০০ মানুষের মাঝে ছোলা, পেঁয়াজ, সয়াবিল তেল, চিড়া, মুড়ি, চিনি, খেজুর ইত্যাদি প্রদান করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম চৌধুরী ও হাজী লেদু মিয়া ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুন্নবী। এসময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, মো. নুরুল কাদের, মোহাম্মদ মিনার, মো. জাহাঙ্গীর, মো. জয়নাল, মাওলানা নবী হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাতিকের শেষ স্মৃতিচিহ্নটুকু
পরবর্তী নিবন্ধমাওলানা এলাহদাদ আলভীর (রহ.) ঈছালে ছওয়াব মাহফিল