রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ছাড় নয়

ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে বিভাগীয় কমিশনার

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. বদিউল আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া চট্টগ্রাম কাস্টম জয়েন্ট কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা, চেম্বার সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সহসভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, ইকবাল বাহার সাবেরী, সালামত আলী, সালেহ আহমেদ সুলেমান, জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম, আবুল কাশেম, মাহবুব রানা, জয়নাল আবেদিন কাঞ্চন, এস এম মহিউদ্দিন বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মো. জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,একটি দেশ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলা এই তিন চাকার সমন্বয়ে চলে। কিন্তু এই তিনের মধ্যে সমন্বয় না হলে আমরা বিপদে পড়ে যাব। তাই এই তিন চাকার মধ্যে সমন্বয় জরুরী। রমজান মাসকে ঘিরে অনেকে অতি মুনাফা এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যের মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে চায়। যারা এ ধরণের কার্যক্রমে লিপ্ত হবে কিংবা কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হবে প্রশাসন। এক্ষেত্রে কোন ধরণের তদবির বা ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেনরাশিয়াইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাইচেইন ব্যাপকভাবে বিঘ্নিত হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় প্রান্তিক জনগোষ্ঠির জন্য হ্রাসকৃত মূল্যে ভোগ্যপণ্য বিতরণ কর্মসূচি এবং সকল ভোক্তাদের জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে আমদানিতে শুল্ক হ্রাস ও অব্যাহতিসহ নানামূখী কারণে রমজান ও ঈদ কেন্দ্রিক সাপ্লাইচেইন নির্বিঘ্ন রয়েছে। বাজার মনিটরিংয়ের সকল উদ্যোগে চিটাগাং চেম্বার সরকারের সাথে একযোগে কাজ করে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন। তিনি কৃত্রিম সংকট তৈরি না করে, সকল ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং মানবিক দিক বিবেচনা করে চট্টগ্রামের ব্যবসায়ীদের উৎসব কেন্দ্রিক ছাড় দেয়ার নজির স্থাপন করার আহবান জানান । বিশেষ অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন,রমজান ও ঈদকে ঘিরে অবনতি হয় আইনশৃংখলা পরিস্থিতি। তাই আইনশৃংখলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে আমরা মনিটরিং বাড়িয়ে দিব। পাশাপাশি প্রশাসন ও ব্যবসায়ীদের প্রয়োজনে সাধারণ জনগণের স্বার্থে সর্বদা প্রস্তুত থাকবে আইনশৃংখলা বাহিনী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কত কারখানা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের ৯৬.৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন