আগামী রমজান মাসে নগরীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে কোনো অসাধু মহল যদি অপতৎপরতার মাধ্যমে কৃত্রিম মূল্যবৃদ্ধির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। গতকাল সকালে চসিকের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এই হুশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া ভেজালপণ্য উৎপাদন ও বিক্রয়ে যারা লিপ্ত থাকবে তাদের কোনোরূপ ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে বাজার মনিটরিংসহ নানা অপতৎপরতার বিরুদ্ধে সিটি ম্যাজিস্ট্রেট কঠোর অবস্থানে থাকবেন বলে জানান তিনি। ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস, বিভিন্ন দেশে রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য হ্রাস করে; সেই জায়গায় বাংলাদেশের চিত্র ব্যতিক্রম, যা দুঃখজনক। তিনি বলেন, ব্যবসা একটি পবিত্র পেশা, এজন্য ব্যবসায়ীদের সচেতনতা প্রয়োজন। তিনি সৎ ব্যবসায়ীদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। পরিবেশের শত্রু ও মানবদেহের বিভিন্ন রোগ সৃষ্টিকারী পলিথিনের ব্যবহার বন্ধে নেয়া কার্যক্রমের সফলতা অর্জন করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের এবিষয়ে সচেতন হতে আহ্বান জানান মেয়র। বাজার মনিটরিং কমিটির উদ্যোগে পুরাতন নগর ভবনে কে.বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক বাজার মনিটরিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুল মান্নান, চেম্বারের পরিচালক ওহিদ সিরাজ স্বপন, জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকারের উপ পরিচালক ফয়েজ উল্লাহ, ক্যাবের সভাপতি নাজের হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।