কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত রবি টাওয়ারের মালামাল চুরি করতে আসা ৮ চোরকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় সংঘবদ্ধ চোরের দলটি রবি টাওয়ারের ব্যাটারিসহ যাবতীয় মালামাল চুরি করার জন্য আসে। এজন্য তারা একটি পিকআপ ও ২টি মোটরসাইকেলও নিয়ে আসে।
চোরের দল তালা ভেঙে রবি টাওয়ারে প্রবেশ করে এবং ব্যাটারিসহ অন্যান্য মালামাল খুলতে থাকে।
বিষয়টি স্থানীয় জনগণ বুঝতে পেরে কাপ্তাই মানবাধিকার কমিশনের স্থানীয় সদস্য মো. সরওয়ার হোসেনকে খবর দেয়।
খবর পেয়ে মানবাধিকার কর্মী সরওয়ার সহ অন্যরা চারদিক থেকে চোরদের ঘিরে ফেলে এবং ৬ জনকে তাৎক্ষণিক ধরতে সক্ষম হয়। দুই চোর কৌশলে কাপ্তাই নতুন বাজারের দিকে পালিয়ে গেলেও সেখান থেকে জনতা তাদের আটক করে।
আটক চোরদের কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন স্থানীয় জনতা কর্তৃক ৮ চোর ধরার খবর নিশ্চিত করেছেন।
চোরের দল বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
চোরের সাথে থাকা পিকআপ ভ্যানে রবি টাওয়ারের ৫টি ব্যাটারি ছিল বলে জানা গেছে। এই ব্যাটারিগুলো রাঙামাটি শহরের একটি রবি টাওয়ার থেকে চুরি করে আনে বলে জানায় চোরের দল।
রাঙামাটিতে নিরাপদে চুরি করে কাপ্তাইয়ে আরেকটি টাওয়ারে চুরি করে মালামালগুলো নিয়ে তাদের চট্টগ্রামে চলে যাবার পরিকল্পনা ছিল কিন্তু জনতা তাদের সেই পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।












