ইয়াবা ঢাকায় যাচ্ছিল চকলেট-বাদামের প্যাকেটে

কোতোয়ালী মোড় থেকে গ্রেপ্তার ১

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ৯:০৩ অপরাহ্ণ

চকলেট ও বাদামের প্যাকেটে করে ঢাকায় ইয়াবা পাচারের সময় নগরীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে গতকাল সোমবার রাতে।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইমতিয়াজ ইকরাম ওরফে কাঞ্চন (২১)। তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়। বিডিনিউজ
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় থেকে ইমতিয়াজকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। ইমতিয়াজ ইয়াবাগুলো বিশেষ কৌশলে বাদাম ও চকলেটের প্যাকেটে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম এনেছে ঢাকায় নেওয়ার জন্য। ইমতিয়াজ ইয়াবাগুলো সংগ্রহ করেছে নেজাম নামে এক ব্যক্তির কাছ থেকে। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে মোস্তফা কামাল নামের আরও একজন ছিল। সে পালিয়ে গেছে।”
ওসি নেজাম উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইমতিয়াজ কক্সবাজার থেকে কয়েকটি যানবাহন পাল্টে চট্টগ্রাম এসেছে বলে জানিয়েছে। আবার চট্টগ্রাম থেকে লোকাল বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল।”
ইয়াবা পাচারের ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ ও পলাতক নেজাম এবং মোস্তফা কামালকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের থানচিতে ভেঙে দেয়া হলো অবৈধ ইটভাটা
পরবর্তী নিবন্ধরবি টাওয়ারে চুরি করতে এসে কাপ্তাইয়ে আটক ৮