Binge বাংলাদেশের একটি বেশ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম Binge একটি ‘অল ইন ওয়ান’ স্ট্রিমিং সার্ভিস। ইরহমব ৩০০০+ অরিজিনাল ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, পুরস্কারপ্রাপ্ত টিভি শো, ডকুমেন্টারি, বাচ্চাদের শিক্ষামূলক অনুষ্ঠান, লাইভ টিভি চ্যানেলসহ আরো অনেক কিছুর সমন্বয়ে বিস্তৃত।
এছাড়াও Binge Original অংশে Binge নিয়ে এসেছে কিছু নিজস্ব ওয়েব সিরিজ এবং ফিল্ম যা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এদের মাঝে আছে ভৌতিক ওয়েব ফিল্ম ‘জুজু আসছে’, থ্রিলার ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’, ক্রাইম ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’, সাই-ফাই ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’।
খুব শীঘ্রই আসছে দারুণ কিছু ওয়েব সিরিজ এবং ফিল্ম যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় সব অভিনেতা এবং অভিনেত্রীরা। দেশি-বিদেশি কনটেন্টের সমন্বয়ে দর্শককে ভিন্ন ধারার বিনোদন উপহার দিতে ইরহমব বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।