১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল জুমার নামাজের পর সীতাকুণ্ডে বিশাল সমাবেশ ও জশনে জুলুছের আয়োজন করেছে সীতাকুণ্ড গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ঐক্য পরিষদ। মাদামবিবির হাট হয়ে শোভাযাত্রাটি ভাটিয়ারী বিএমএ টিএন্ডটি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে মিলাদ– কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ১২ রবিউল আউয়াল আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবীকে (দ.) সফল ও সার্থক করে তোলার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।
সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায় র্যালি উদ্বোধন করেন ফকিহ মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী। তিনি বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামিন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র রবিউল আউয়াল। সৃষ্টির মূল রহস্য রাসুলের (দ.) এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত। আর এ নেয়ামত প্রাপ্তিতে পবিত্র কোরআনে শোকরিয়া আদায়ের মাধ্যমে সাফল্য অর্জনের নির্দেশনা রয়েছে।
বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইমরোজ সেলিম (মিনু), মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রাশেদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, মোবারক হোসেন সওদাগর, মুহাম্মদ জামাল পাশা, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মঞ্জুর এলাহী, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, মুহাম্মদ আশরাফ হোসাইন,্ব মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলা, মাওলানা মুহাম্মদ আতিকউল্লাহ, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ নাসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক, হাফেজ মাওলানা মুহাম্মদ ইকবাল জাহিদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ আবুল কালাম কন্ট্রাক্টর, মুহাম্মদ জানে আলম, ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মুহাম্মদ রমজান আলী রুবেল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন সোহেল, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ তাজু উদ্দিন সওদাগর,শাহ মুহাম্মাদ এমরান হোসাইন, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন মাষ্টার, মুহাম্মদ তমিজুর রহমান, মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম শাহিন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আব্দুর রহিম।
পরিশেষে মুনাজাত পরিবেশন করেন ড. আল্লামা কামালউদ্দিন আজহারী।