রফিকুল হক দাদুভাই ছিলেন ছড়া সাহিত্যের ব্যতিক্রমী কণ্ঠস্বর

শিশুসাহিত্য একাডেমির স্মরণসভায় অভিমত

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেছেন, রফিকুল হক দাদুভাই ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একাধারে ছড়াশিল্পী, সাংবাদিক, শিশু সংগঠক, গীতিকার, নাট্যকার। রফিকুল হক দাদুভাই আমাদের ছড়াসাহিত্যের ব্যতিক্রমী ও বলিষ্ঠ কণ্ঠস্বর।
রফিকুল হক দাদুভাই স্মরণে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক সাহিত্যিক রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন কবি অধ্যাপক সনজীব বড়ুয়া, কবি ওমর কায়সার, দীপক বড়ুয়া, জসিম উদ্দিন খান, সৈয়দ খালেদুল আনোয়ার, উৎপলকান্তি বড়ুআজিজ রাহমান। কবি অরুণ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, অমিত বড়ুয়া, সোমা মুৎসুদ্দী, জেবারুত সাফিনা, সৈয়দা সেলিমা আকতার, তসলিম খাঁ, সাহেদুল ইসলাম, কাশেম আলী রানা, রাফি, সালাম সৌরভ, সাইফুল্লাহ কায়সার, নুরুন্নাহার ডলি, নাসিমা শওকত, আসিফ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের যুদ্ধজাহাজের চট্টগ্রাম ত্যাগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ডায়াগনস্টিক সেন্টারে আগুন