চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা রফিকুল আলম (৭০) নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গত শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম বন্দর নতুন মার্কেটের মসজিদে নামাজে জানাজা শেষে চট্টগ্রাম বন্দর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি সন্দ্বীপ কালাপানিয়া জুনিয়র স্কুলের সাবেক প্রধান শিক্ষক জেবল হক মাস্টারের দ্বিতীয় ছেলে। প্রেস বিজ্ঞপ্তি।