চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সহসভাপতি, সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা গতকাল রোববার বিকাল ৫টায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আবুল কালাম আজাদ, আবুল কাসেম চিস্তী, সম্পাদকমণ্ডলীর সদস্য জাফর আহমদ, আলাউদ্দিন সাবেরী, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাবলু, শওকতুল আলম শওকত, মোহাম্মদ সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন তালুকদার, গোলাম রব্বানী প্রমুখ। সভায় এম এ সালাম বলেন, বিপুল অর্থবিত্তের মালিক হয়েও রফিকুল আনোয়ার সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। গরীব দুঃখী মানুষের বেদনা তাকে স্পর্শ করত বলেই তিনি গণমানুষের রাজনীতিকে ধারণ করে তাদের প্রিয়নেতা হতে পেরেছিলেন।
আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, রোববার সকালে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল শেষে নানুপুর ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রফিকুল আনোয়ার কন্যা নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওযামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেযারম্যান মুজিবুল হক চৌধুরী, নানুপুর গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুছলেহ উদ্দিন মাদানী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইছমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ। বক্তব্যে সাংসদ সনি বলেন, ফটিকছড়ির মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছিলেন সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার। ফটিকছড়ির অলিতে গলিতে, হাট-বাজারে তার দানশীল হাতের ছোঁয়া লেগে আছে।