রত্ন সমাচার

দুলাল বড়ুয়া | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কারো কাছে রত্ন,
মমতায় আদর যত্ন।
কারো কাছে ছাই,
কোন মর্যাদাই নাই
সবার কাছে যে প্রিয়,
জ্ঞানীরা করে নেয় স্বীয়।
কারো কাছে সেই প্রিয়জন,
এক কথায় দুর্জন।
অজ্ঞানী চিনে না রত্ন,
তাইতো করে অযত্ন।
অবহেলায় দিন কাটে,
অশান্তির ঝুড়ি জোটে।
কারো কাছে হিরো,
কারো কাছে জিরো।
চক্ষু থাকতে অন্ধ,
চিন্তা চেতনা মন্দ।
রতনে রতন চিনে,
সাগর সেচে মুক্তো আনে।
জ্ঞানহীনে সুলভে পেয়েও হারায়,
অবশেষে নিজেকে কাঁদায়।
রতন রতনই রয়,
হয়না দ্যুতি ক্ষয়।
শোভা বর্ধনে নিজেকে বিলায়,
উপেক্ষায় কিইবা আসে যায়।
পৃথিবীর আয়ু যত,
রত্নের কদর বাড়ে তত।
জ্ঞানের আলো জ্বালো,
“রত্ন” চেনা যাবে ভালো।

পূর্ববর্তী নিবন্ধচামড়া শিল্প রক্ষা জরুরি
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ গড়তে পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে