রণজিৎ রক্ষিত নতুন প্রজন্মের জন্য একটি অনুসরণীয় নাম

তারুণ্যের উচ্ছ্বাসের স্মরণসভায় বক্তারা

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের তৃতীয় প্রয়াণ দিবসে গতকাল শনিবার ‘অবনী, বাড়ি আছো?’ শিরোনামের এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস।সংগঠনের সম্মেলন কক্ষে মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, অধ্যাপক শামসুদ্দীন শিশির, সংগঠক সজল চৌধুরী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি প্রণব চৌধুরী এবং চবি আবৃত্তি মঞ্চের উপদেষ্টা জেবুন নাহার শারিমন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কারিশমা কবির, সাফা মারওয়া, মুফরাত হোসেন, সুস্মিতা দত্ত, জেরিন আহমেদ, শারমিন মুস্তারী নাজু, রাজেশ্বরী চৌধুরী, শারমিন সুলতানা এবং সুষ্মিতা দাশ। বক্তারা বলেন, রণজিৎ রক্ষিত ছিলেন একজন বহুমাত্রিক গুণসম্পন্ন মানুষ। তিনি আগামী নতুন প্রজন্মের জন্যে একটি অনুসরনীয় নাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলার প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধমিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সংবর্ধনা