রঘুনন্দন চৌধুরীর আবির্ভাব উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানে সাধক রঘুনন্দন চৌধুরীর ৩৯৬তম আবির্ভাব বার্ষিকী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী পূর্ব গুজরাস্থ দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রঘুনন্দন ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী কাজল। পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন। ১৯ ফেব্রুয়ারি কর্মসূচিতে রয়েছে- গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ধমীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১০টায় অন্নপ্রসাদ আস্বাদন। ২০ ও ২১ ফেব্রুয়ারি তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ ও দিবা-রাত্রি অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা। প্রসঙ্গত, গতকাল ভুলবশত আজ থেকে উৎসব শুরুর সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ হারালেন জবি ছাত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছালেকুর রহমান শাহের ওরশ ২২ ডিসেম্বর