রক্ত মানবজীবনের এক অত্যবশ্যাকীয় উপাদান। যখন কোনো অস্ত্রোপাচার হয় কিংবা রক্তশূন্যতায় ভুগে তখন রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটাতে রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন পরিমাণ জেনে রক্ত জোগাড় করে, তা আমাদের শরীরে দিতে হয়। একজন ব্লাড ব্যাংক যোদ্ধার এক ব্যাগ রক্ত জোগাড় করতে কত ঝামেলা পোহাতে হয়, কত সমস্যায় হিমশিম খেতে হয় তা বেশিরভাগেরই অজানা। লক্ষ্য করলে দেখা যায়, হিমোগ্লোবিনের মাত্রা না জানায় অনেক রক্ত নষ্ট হয়ে যায় এবং করে ফেলে। ফলে অপরিত্যক্ত রক্তের স্থান হয় বিভিন্ন নর্দমায়, ডাস্টবিনে, ময়লার ভাগাড়ে, বাথরুমের কমোডে। পরিসংখ্যান করলে দেখা যাবে, এসব ঘটনা বেশিরভাগ ঘটে থাকে সরকারি মেডিকেলগুলোতে। একদিকে এক ব্যাগ রক্তের জন্য কত আহাজারি অন্যদিকে রক্ত সংরক্ষণে অনীহা। দেখার কেউ নেই।
এতে অনেক ব্লাড ব্যাংকের যোদ্ধারা নিশ্চুপ হয়ে গেছে। কখন সুদিন আসবে। কখন ব্লাড ব্যাংকের যোদ্ধারা নিশ্চিন্তে কাজ করতে পারবে।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী,
সরকারি সিটি কলেজ।